ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সন্তানদের সাঁতার শেখাতে গিয়ে সাবেক পাইলটের মৃত্যু 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১৬ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:১১, ১৬ অক্টোবর ২০২১
সন্তানদের সাঁতার শেখাতে গিয়ে সাবেক পাইলটের মৃত্যু 

লক্ষ্মীপুরে সন্তানদের পুকুরে সাঁতার শেখাতে গিয়ে হ্রদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মো. কাজি মফিজুর রহমান (৪৪) নামে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক উইং কমান্ডারের (পাইলট) মৃত্যু হয়েছে। 

শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের কাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মফিজুর একই গ্রামের মৃত কাজি সিদ্দিকুর রহমানের ছেলে। 

মৃতের আত্মীয় কাজি ফরিদ হোসেন ও কাজি এরফান জানান, মফিজুর ১৯ বছর চাকরি শেষে বিমান বাহিনী থেকে সেচ্ছায় অবসর নেন। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে । প্রতিবারের মতো বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তিনি তার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার সকাল ১১ টার দিকে মফিজুর সাতজন অসহায় পরিবারকে সেলাইমেশিন দান করেন। দুপুর ১২টার দিকে মফিজুর বাড়ির পাশের পুকুরে ছেলে ও মেয়েকে সাঁতার শেখাতে নিয়ে যান। এ সময় তার বুকে ব্যাথা শুরু হয়। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পুকুরের পানিতে ডুবে যান। তখন ছেলে-মেয়ের চিৎকারে স্বজনরা এগিয়ে এসে মফিজুরকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মফিজুরকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মারা যাওয়া মফিজুরকে শনিবার দুপুরে ঢাকার বসুন্ধারা গ্রীন সিটির বাসায় নেওয়া হয়েছে। বিকেলে বিমানবাহিনীর সদর দপ্তরে জানাজা শেষে তাকে ঢাকাতেই দাফন করা হয়। 

রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন বলেন, মফিজুর ভালো মানুষ ছিলেন। তার মুত্যুতে আমরা শোকাহত।

লিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়