ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হিলির বাজারে ঝাঁজ কমেছে কাঁচা মরিচের

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ১৬ অক্টোবর ২০২১  
হিলির বাজারে ঝাঁজ কমেছে কাঁচা মরিচের

তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩৫ টাকা। ১১০ টাকার কাঁচা মরিচ এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৫ টাকা দরে। 

আবার পাইকারি বাজারে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। দেশের বিভিন্ন এলাকা থেকে থেকে মরিচ আমদানি হওয়ায় দাম কমতে শুরু করেছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, তিনদিনের ব্যবধানে কাঁচা মরিচের ৩৫ টাকা কমে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। এর আগে খুচরা ব্যবসায়ীরা ৯০ টাকা দরে পাইকারি বাজার থেকে মরিচ কিনে  কিনে তা বিক্রি করেছেন ১০০ থেকে ১১০ টাকায়।

হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ রাইজিংবিডিকে বলেন, ‘হঠাৎ কাঁচা মরিচের দাম অনেক কমে গেছে। ৬০ টাকা দরে কাঁচা মরিচ কিনে তা ৭৫ টাকা দরে বিক্রি করছি। দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসছে। তবে আরও দাম কমলে মানুষের উপকার হবে।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ আছে। কিন্তু আমদানি বন্ধের আগে বেশি পরিমাণ মরিচ আমদানি হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে কাঁচা মরিচ আনা শুরু হয়েছে। যার কারনে মরিচের দাম কমে গেছে। আশা করছি আগামীকাল (১৭ অক্টোবর) ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হলে দাম আরও কমতে পারে।’

বাজারে সবজি কিনতে আসা মজিবর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘দুই দিন আগেও ১১০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে ছিলাম। আজ বাজারে এসে দেখি ৭৫ টাকা কেজি, দাম কমে যাওয়ায় বেশি করে মরিচ নিলাম।’

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়