ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টানা পাঁচ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি শুরু 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৭ অক্টোবর ২০২১   আপডেট: ১১:৩৪, ১৭ অক্টোবর ২০২১
টানা পাঁচ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি শুরু 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

রোববার (১৭ অক্টোবর) সকালে আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী সংগঠন ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মোস্তাফিজুর রহমান নাসিম জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ঘোজাডাঙ্গা এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ারও ট্রাক ওনার্স এ্যাসোশিয়েশনের যৌথ সভার সিদ্ধান্তে ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর (শনিবার) পর্যন্ত ভোমরা ও ঘোজাডাঙ্গা দিয়ে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে আজ (রোববার) সকাল থেকে স্থলবন্দরে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। ফলে শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য । 

এদিকে ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে টানা ৫ দিন ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। 

শাহীন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়