ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সেনাবাহিনীর দুই ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১৭ অক্টোবর ২০২১  
সেনাবাহিনীর দুই ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন

টাঙ্গাইলে অবস্থিত শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ডেন্টাল সেন্টার ঘাটাইল এবং মিলিটারি ডেন্টাল সেন্টার মোমেনশাহীর পতাকা উত্তোলন করা হয়েছে। 

এ উপলক্ষে রোববার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। 

অনুষ্ঠানের শুরুতে আর্মি ডেন্টাল কোরের একটি দল প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে।

মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক চেষ্টায় এবং দিক নির্দেশনায় ১৯৭২ সালে বাংলাদেশে চারজন ডেন্টাল সার্জনের সমন্বয়ে আর্মি ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়। পরবর্তীতে বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে আধুনিকায়নের অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্রভাবে আর্মি ডেন্টাল কোরের নবযাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো মিলিটারি ডেন্টাল সেন্টার, ঘাটাইল এবং মিলিটারি ডেন্টাল সেন্টার, মোমেনশাহীর পতাকা উত্তোলন অনুষ্ঠান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়