ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চার ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:৩৫, ১৭ অক্টোবর ২০২১
চার ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে চার ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনায় মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন।  রোববার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে সুরমা চা বাগানের তিনবাংলা ও উত্তর সুরমা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতেখার আলম (৩৬), মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের ডা. শাহজাহান মিয়ার ছেলে তারেকুজ্জামান (২৮), চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের আব্দুল হকের ছেলে  মোজাম্মেল হক (২৩) ও কুমিল্লা জেলার বালিনা এলাকার গোপাল রায়ের ছেলে অজয় রায় (২২)।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) গোলাম মোস্তফা সড়কে চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের তিনবাংলা নামক স্থানে মোজাম্মেল ও অজয় রায়ের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোজাম্মেল হক মারা যায়। গুরুতর অবস্থায় অজয় রায়কে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, চার ঘণ্টার ব্যবধানে রবিবার বিকেলে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের উত্তর সুরমা ব্রিজের নিকট দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন মারা যান।

ঘটনাস্থলেই ইফতেখার আহম্মেদের মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তারেককে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুন/এনএইচ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়