ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাভারে ২ বোনকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১৭ অক্টোবর ২০২১  
সাভারে ২ বোনকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ

ঢাকার সাভারে খেয়া পারাপারের সময় আপন দুই বোনকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাশালীর বিরুদ্ধে। আহত দুই তরুনীকে সাভার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই তরুনীর চাচা।

এর আগে শনিবার রাত ৯টার দিকে সাভারের কাউন্দিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. সেলিম সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্রা গ্রামের মৃত মহব্বত আলী বেপারীর ছেলে। 

লিখিত অভিযোগে বলা হয়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুর থেকে কেনাকাটা করে বাসায় সাভারের কাউন্দিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন দুই বোন। রাত সোয়া ৯টার দিকে তারা কাউন্দিয়া খেয়াঘাটে পৌঁছান। এ সময় সেলিম নামে প্রভাবশালী এক ব্যক্তি দুই বোনের মধ্যে বড় জনের শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময়  বাকবিতণ্ডার এক পর্যায়ে সেলিম নৌকা থেকে ছাতা নিয়ে ছোট বোনকে আঘাত করেন।  বড় বোন বাঁধা দিলে তাকে ছাতা দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন সেলিম। এসময় সেলিমের ভাগিনা তাকে সহযোগিতা করে। 

পরে দুই বোনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সেলিম ও তার ভাগ্নে ঘটনাস্থল থেকে চলে যান। পরে দুই বোনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়ে থাকলে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হবে।

সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়