ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বড়াইগ্রামে ২৯১ জনের মনোনয়ন দাখিল

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৭ অক্টোবর ২০২১  
বড়াইগ্রামে ২৯১ জনের মনোনয়ন দাখিল

নাটোরের বড়াইগ্রামের পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২৯১ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬১ এবং সাধারণ সদস্য পদে ২১৩ জন রয়েছেন। 

রোববার (১৭ অক্টোবর) বড়াইগ্রাম ও জোনাইল ইউনিয়ন নির্বাচন রির্টানিং অফিসার প্রাণি সম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু এবং বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ও চাঁন্দাই ইউনিয়নের রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন সাহাব এতথ্য নিশ্চিত করেন।

চেয়ারম্যান পদে বড়াইগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হলেন মমিন আলী, বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম মাসুদ রানা মান্নান, সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস পারভেজ মনোনয়ন দাখিল করেছেন। এখানে সংরক্ষিত নারী সদস্য ১২ এবং সাধারণ সদস্য ৪৭ জন মনোনয়ন দাখিল করেছেন। 

জোনাইল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হলেন তোজাম্মেল হক, বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মনোনয়ন দাখিল করেছেন। এখানে সংরক্ষিত নারী সদস্য ১৪ এবং সাধারণ সদস্য ৩৭ জন মনোনয়ন দাখিল করেছেন।

নগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন নিলুফার ইয়াসমিন, বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা শামসুজ্জোহা, সাবেক ছাত্রলীগ নেত্রী নুপুর খাতুন এবং জাসদ মনোনীত আবুল হাশেম ভান্ডারী মনোনয়ন দাখিল করেছেন। এখানে সংরক্ষিত নারী সদস্য ১৪ এবং সাধারণ সদস্য পদে ৫০ জন মনোনয়ন দাখিল করেছেন।

গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, আব্দুল মালেক ও জাতীয় পার্টি মনোনীত নাজমুল হাসান খান মনোনয়ন দাখিল করেছেন। এখানে সংরক্ষিত নারী সদস্য ১০ এবং সাধারণ সদস্য ৪৫ জন মনোনয়ন দাখিল করেছেন।

চাঁন্দাই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হলেন শাহনাজ পারভীন, বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান, সেচ্ছাসেব লীগের সহসভাপতি এসএম মেহেদী পারভেজ মনোনয়ন দাখিল করেছেন। এখানে সংরক্ষিত নারী সদস্য ১১ এবং সাধারণ সদস্য ৩৪ জন মনোনয়ন দাখিল করেছেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশেনের ঘোষিত তাফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর বড়াইগ্রামের ৫ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠেয় হবে। 

আরিফুল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়