ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

লক্ষ্মীপুরে ৪ ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জনের মনোনয়নপত্র দাখিল

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ১৭ অক্টোবর ২০২১  
লক্ষ্মীপুরে ৪ ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জনের মনোনয়নপত্র দাখিল

দেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার (১৭ অক্টোবর) পর্যন্ত লক্ষ্মীপুরের ৪ ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৬ জন ও সাধারণ সদস্য পদে ১৮৬ জন মনোননয়নপত্র দাখিল করেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।

এ সব ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছাড়াও বিএনপি-জামায়াতসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে জেলার কমলনগর উপজেলার চরমার্টিন, চর কাদিরা ও চর লরেন্স এবং রামগতি উপজেলার চরগাজী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ অক্টোবর, ২১ অক্টোবর যাচাই বাছাই, ২৬ অক্টোবর প্রত্যাহার, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্ধের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রামগতির চরগাজী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে আওয়ামীলীগ সমর্থিত তাওহীদুল ইসলাম সুমন, বিদ্রোহী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য সাইফুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম, আওয়ামীলীগের কর্মী সোহেল আহমদ ও ইসলামী আন্দোলনের আবুল কালাম মনোননয়নপত্র দাখিল করেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন মনোননয়নপত্র দাখিল করেছেন।

কমলনগরের চরমার্টিনে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্যপদে ৫২ জন মনোননয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ইউছুফ আলী মিয়া, বিদ্রোহী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান হৃদয়, বিএনপি’র ইউনিয়ন সভাপতি ডা. আলী আহমদ, জেএসডি’র উপজেলা সভাপতি বাবুল মুন্সি, একই দলের সদস্য মাকছুদুর রহমান মানিক ও জামায়াত নেতা ইব্রাহীম খলিলসহ ১১ জন মনোননয়নপত্র দাখিল করেন।

চরলরেন্স ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নুরুল আমিন মাষ্টার ও স্বতন্ত্র হিসেবে সোলায়মান চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন। এ ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোননয়নপত্র দাখিল করেন। 

চর কাদিরা ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, আওয়ামীলীগের নুরুল ইসলাম সাগর, বিদ্রোহী হিসেবে জেলা কৃষকলীগের সহ-সভাপতি আশ্রাফ উদ্দিন রাজন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সফিক উল্লাহ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ, বিএনপি’র ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি হোসেন হাওলাদারসহ ৯ জন। 

এছাড়াও এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন মনোননয়নপত্র দাখিল করেন বলে জানা যায়।
 

লিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়