ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিশু বিষয়ক আলাদা মন্ত্রাণালয় করতে হবে: সাবেক প্রতিমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১৮ অক্টোবর ২০২১  
শিশু বিষয়ক আলাদা মন্ত্রাণালয় করতে হবে: সাবেক প্রতিমন্ত্রী

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, ‘আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। এজন্য নারী ও শিশু বিষয়ক মন্ত্রাণালয় থেকে শিশু বিষয়ক একটি আলাদা মন্ত্রাণালয়ের প্রয়োজন।’ 

সোমাবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেরামত আলী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগষ্ট শেখ রাসেলকে নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িতদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। বঙ্গবন্ধুর আদর্শকে এদেশের ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলার নীল নকশা থেকেই ছোট রাসেলকেও হত্যা করা হয়। তবে, কোন অপশক্তির এত শক্তি নেই যে, বঙ্গবন্ধুর আদর্শকে কেউ এই বাংলার মাটি থেকে মুছে দিতে পারে। সেজন্যই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের মহাসড়কে হাটছে।’

জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার,পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার মো. ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু।

সুকান্ত/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়