ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:০৮, ১৮ অক্টোবর ২০২১
হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুর থেকে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম ও হাতিয়া-ভোলা স্টিমার চলাচল এবং হাতিয়া-বয়ারচর সি-ট্রাক চলাচল করা হয়।

জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বাতাসের চাপে তারতম‌্যের কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। তাই, সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সব নৌযানকে নিরাপদে তীরের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, ‘মানুষের জানমাল রক্ষায় সোমবার (১৮ অক্টোবর) দুপুর থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ আছে। সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেছেন, ‘সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ চলাচল শুরু হবে।’

সুজন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়