ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আনসারুল্লাহ’র সদস্য শামীম ৩ দিনের রিমান্ড

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ১৮ অক্টোবর ২০২১   আপডেট: ২১:২২, ১৮ অক্টোবর ২০২১
আনসারুল্লাহ’র সদস্য শামীম ৩ দিনের রিমান্ড

আদালতে নেওয়ার পথে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীম

মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে গ্রেপ্তার করা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীমের (২৭) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আদালতের পরির্দশক আনিসুর রহমান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আনিসুর রহমান জানান, শিবালয় থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার মো. শামীমকে দুপুরে আদালতে হাজির করা হয়। পুলিশের অ‌্যান্টি টেরোরিজম ইউনিট তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-৬ এর বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানিয়েছেন, মো. শামীম (২৭) শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিম পাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৭ অক্টোবর) রাতে উপজেলার শিমুলিয়া গ্রামে অভিযান চালিয়ে শামীমকে গেপ্তার করে অ‌্যান্টি টেরোরিজম ইউনিট।

তিনি আরও জানান, শামীম সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদ সংক্রান্ত বই বিতরণ করে অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিল।

চন্দন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়