ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় সাতক্ষীরায় ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৬, ১৯ অক্টোবর ২০২১   আপডেট: ০১:১০, ১৯ অক্টোবর ২০২১
ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় সাতক্ষীরায় ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় সাতক্ষীরায় ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনবিরোধী ও দলের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ ছাত্রলীগ একটি অসাম্প্রদায়িক সংগঠন। দলীয় আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হলো।

রোববার (১৭ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদেরকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- তালা উপজেলার খলিষখালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর আলম, দরগাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী সুজন, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান রেজা, কাদাকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।

শাহীন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়