ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সরকারি উচ্চ বিদ্যালয় চলছে পাঁচ শিক্ষকে

তাহিরপুর (সুুনামগঞ্জ) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৯ অক্টোবর ২০২১  
সরকারি উচ্চ বিদ্যালয় চলছে পাঁচ শিক্ষকে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়’। আর এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে চরম শিক্ষক সঙ্কট। মাত্র ৫ জন শিক্ষক দিয়েই চলছে প্রতিষ্ঠানটি। 

বছরের পর বছর গেলেও প্রতিষ্ঠানে শিক্ষকের সবকটি পদ পূর্ণ হয়নি। এ কারণে বেশিরভাগ সময় প্রত্যেকটি শ্রেণিকক্ষে শিক্ষকের উপস্থিতিও থাকছে না। 

বিদ্যালয় সূত্রে জানা যায়, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রসংখ্যা ৭৪৩। প্রতিষ্ঠানে শিক্ষকের পদ রয়েছে ১১টি। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ এই বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র ৫ জন। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ৬টি পদই শূন্য। 

এর মধ্যে ইসলাম শিক্ষার শিক্ষক মো. নুরুল ইসলাম ডেপুটেশনে আছেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায়। অন্য ৪ শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অফিসিয়াল কাজে ব্যস্ত থাকলে বিদ্যালয়ে শিক্ষক থাকেন ৩ জন। অসুস্থতাজনিত বা অন্য কোনো কারণে কেউ ছুটিতে থাকলে, শিক্ষকের সংখ্যা আরও নিচে নেমে যায়। যার কারণে বেশিরভাগ সময়েই শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকে।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বলেন, কয়েক বছর ধরে বিদ্যালয়ে শিক্ষকের এমন সঙ্কট চলছে। করোনাকাল থাকায় গেল দেড় বছর কম বোঝা গেছে এই সমস্যা। এ অবস্থা থাকলে স্বাভাবিক পাঠদান শুরু হলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে বিদ্যালয়ে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান একসঙ্গে শুরু হলে বিজ্ঞানের বিষয়গুলো এবং ধর্মশিক্ষা আলাদা আলাদা পড়ানোর সময় অনেক ক্লাসেই শিক্ষক দেওয়া যাবে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ বলেন, শিক্ষক নিয়োগ দ্রুতই হবে, সঙ্কটও দূর হবে আশা করছি।

তানভীর আহমেদ/টিপু  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়