Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৪ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২০ ১৪২৮ ||  ২৭ রবিউস সানি ১৪৪৩

সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে নেত্রকোনায় সমাবেশ

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৯ অক্টোবর ২০২১  
সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে নেত্রকোনায় সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের ছোটবাজারস্থ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি একই স্থানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবার রহমান খান শেফালী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু, দলটির জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকারসহ প্রমুখ।

বক্তারা দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুরসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। 

দেবল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়