সিলেট যুবলীগের শান্তি ও সম্প্রীতির র্যালি
নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

‘সাম্প্রদায়িক সন্ত্রাস: রুখে দাড়াবে বাংলাদেশ’ এই শ্লোগানে সিলেটে শান্তি ও সম্প্রীতির র্যালি করেছে জেলা ও মহানগর যুবলীগ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে পৃথক কর্মসূচী পালন করে যুবলীগের এই দুই ইউনিট।
নগরীর কোর্ট পয়েন্টে জেলা যুবলীগের পক্ষ থেকে সমাবেশ আয়োজন করা হয়। এতে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, জাতির পিতা সব সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। সংবিধান থেকে শুরু করে বাস্তব জীবনেও তিনি এর প্রতিফলন ঘটিয়েছেন। এদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের।
অন্যদিকে মহানগর যুবলীগ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তিসহ সংগঠনটির বিভন্ন স্তরের নেতারা।
নূর আহমদ/মাসুদ
আরো পড়ুন