Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৯ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২৫ ১৪২৮ ||  ০২ জমাদিউল আউয়াল ১৪৪৩

পদ্মায় ফের ভাঙন, হুমকিতে রাজবাড়ী শহররক্ষা বাঁধ

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২০ অক্টোবর ২০২১   আপডেট: ২০:৫৪, ২০ অক্টোবর ২০২১
পদ্মায় ফের ভাঙন, হুমকিতে রাজবাড়ী শহররক্ষা বাঁধ

রাজবাড়ীতে পদ্মা নদীর ডানতীর রক্ষা প্রকল্পে আবারও ভাঙন দেখা দিয়েছে। ফলে ঝুঁকির মধ্যে রয়েছে শহর রক্ষা বাঁধ। 

ইতোমধ‌্যে রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় ৫০ মিটার এলাকার সিসিব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 

বুধবার (২০ অক্টোবর) বিকাল থেকে নদী ভাঙন শুরু হওয়ার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় আয়নাল শিকদার বলেন, ‘ভাঙন শুরু হওয়ায় হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ। বাঁধ রক্ষায় স্থায়ী পদক্ষেপ না নেওয়ায় প্রতি বছর ভাঙন আতঙ্কে থাকতে হয়। আবারও ভাঙন শুরু হওয়ায় তীরবর্তী মানুষের ঘুম হারাম হয়ে গেছে।’

শামীমা বেগম বলেন, ‘এক সময় নদী অনেক দূরে ছিল। ভাঙতে ভাঙতে এখন আমাদের বসতভিটাও নদীতে চলে যাচ্ছে। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই।’

এদিকে নদীর ডানতীর রক্ষা প্রকল্পের কাজে অনিয়ম রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের মতে, প্রকল্পটিতে অনিয়মন না হলে এমন দুর্দশা হতো না। সিসি ব্লক ফেলে নদীর আগ্রাসী ভূমিকা ঠেকানো সম্ভব না। স্থায়ীভাবে শহর রক্ষা বাঁধ নির্মাণ না হলে এভাবে ভাঙন চলতে থাকবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, পদ্মায় পানি কমার সঙ্গে সঙ্গে প্রচুর ঢেউ সৃষ্টি হয়েছে। ফলে বেড ম্যাটিরিয়াল সরে গিয়ে ওপরের সিসি ব্লকগুলোও দেবে দেছে। এতে পাড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে।

সুকান্ত বিশ্বাস/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়