ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজশাহীতে করোনায় চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২১ অক্টোবর ২০২১  
রাজশাহীতে করোনায় চিকিৎসকের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মামুন-উর-রশীদ (৬৭) নামে এক চিকিৎসক মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান।

ডা. মামুন-উর-রশীদ রামেক ফার্মাকোলজি বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। অবসর গ্রহণের পর তিনি রাজশাহীতেই একটি বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন। সেই চাকরি ছেড়ে দিয়ে একটি বেসরকারি ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস করতেন। এক সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হন।

রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, বৃহস্পতিবার বাদ জোহর রামেক চত্বরে ডা. মামুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মহানগরীর টিকাপাড়া কবরস্থানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে টিকাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

তানজিমুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়