ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফুটপাত দখল করায় ফরিদপুরে ১৬ ব্যক্তিকে জরিমানা

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২১ অক্টোবর ২০২১  
ফুটপাত দখল করায় ফরিদপুরে ১৬ ব্যক্তিকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের ব্যস্ততম চৌরাস্তা এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনের ফুটপাতে মালামাল রেখে লোকজনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১৬ ব্যক্তিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের আদালত এ রায় দেন। 

আদালত সূত্রে জানা যায়, অবৈধ পার্কিংয়ের দায়ে তিনটি অটোরিকশা ও ছয়টি মোটরসাইকেলের চালককে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌরবাজারের ফুটপাত দখল করায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী চৌরাস্তা এলাকায় যত্রতত্র পার্কিং ও ব্যবসায়িদের ফুটপাত দখলের কারণে অধিকাংশ সময় তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়। তাই ১৮৬০ সালের দণ্ডবিধি আইনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উজ্জল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়