ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাহাত হত্যাকাণ্ডে দক্ষিণ সুরমা কলেজ তিন দিন বন্ধ ঘোষণা

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২১ অক্টোবর ২০২১  
রাহাত হত্যাকাণ্ডে দক্ষিণ সুরমা কলেজ তিন দিন বন্ধ ঘোষণা

নিহত শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত। নিজস্ব ছবি

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজে শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত খুনের ঘটনায় কলেজের পাঠদান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের মূল ফটকের অদূরে রাস্তায় আরিফুল ইসলাম রাহাত (১৮) কে ছুরিকাঘাত করে সাদী নামে এক তরুণ। গুরুতর আহত অবস্থায় রাহাতকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার  ধরাধরপুর গ্রামের সুলেমান আলীর ছেলে। সে দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম জানান, রাহাত খুনের ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, হত্যাকাণ্ডে সাদী নামের একজনের নাম শোনা যাচ্ছে। আমরা তাকে সনাক্ত করার চেষ্টা করছি। আশা করছি দ্রুত গ্রেপ্তার হবে।

নূর আহমদ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়