Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৮ রবিউস সানি ১৪৪৩

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও সভা

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২২ অক্টোবর ২০২১  
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও সভা

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি  র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ সদর মডেল থানায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জয়নাল আবেদীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সহিদুল্লাহ, জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল বাহারসহ প্রমুখ।

এদিকে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যেতি পাঠাগারে বিআরটি ও সড়ক জনপথ বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিআরটিএ’র মটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হায়দার আলীসহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে হতে অনুরোধ জানান।

আল আমিন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়