ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২২ অক্টোবর ২০২১  
নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

‘গতি সীমা মেনে চলি,সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই পতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও যানবহণে সতর্ককরণ স্টিকার লাগানো হয়েছে। 

শুক্রবার (২২ অক্টোবর) সকালে শহরের কানাইখালী মাঠ থেকে জেলা প্রশাসক মো. শামীম আহমেদের নেতৃত্বে একটি সোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মাদ্রাসার মোড়ে (স্বাধীনতার চত্বরে) এসে শেষ হয় । 

পরে নাটোর বগুড়া মহাসড়কে বিভিন্ন যানবহনে সতর্ককরণ স্টিকার লাগানো হয় । 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আ. রহিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন, নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা সভাপতি গোলাম মোস্তফা, নাটোর ট্রাফিক ইন্সপেপ্টর বিকর্ণ কুমার চৌধুরীসহ সরকারি ও নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলার বিভিন্ন স্তরের নেতারা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আ. রহিমসহ প্রমুখ।

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়