ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মঠ-মিশনের মানববন্ধন ও প্রার্থণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২২ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৩১, ২২ অক্টোবর ২০২১
নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মঠ-মিশনের মানববন্ধন ও প্রার্থণা

দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির, ঘর-বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একোনাথানন্দজী মহারাজ। সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্যসহ হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ।

মানববন্ধনে বক্তারা হিন্দুদের মন্দির, ঘর-বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তীব্র নিন্দা ও ধিক্কার জানান ।

মানববন্ধন শেষে রামকৃষ্ণ মঠে দেশ ও জাতির শান্তি কামনা করে প্রার্থণা করা হয়।

নারায়ণগঞ্জ/রাকিব/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়