ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘স্বাধীনতা বিরোধীরা ধর্মীয় অনুভূতিতে আঘাতের ষড়যন্ত্র করছে’

পঞ্চগড় প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২২ অক্টোবর ২০২১  
‘স্বাধীনতা বিরোধীরা ধর্মীয় অনুভূতিতে আঘাতের ষড়যন্ত্র করছে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ধর্মীয় অনুভূতিতে আঘাতের ষড়যন্ত্র করছে। তারা নতুন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। 

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা পৌরসভায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকল গোষ্ঠীর মানুষেরা সমানভাবে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। শেখ হাসিনার শাসনামলে জাতিগত কোনো ভেদাভেদ নেই। দলমত নির্বিশেষে সকলেই আমরা দেশের জন্য কাজ করবো।

বোদা পৌরসভা চত্বরে পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

এ সময় রেলমন্ত্রী তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা বর্তমানে বিশ্বের রোল মডেল। তার সঠিক দিক নির্দেশনায় দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। 

পথসভা শেষে মন্ত্রীদ্বয় পৌর চত্বরে দুটি গাছের চারা রোপণ করেন। পরে মন্ত্রী উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সাবেক সিটমহল এলাকার বিভিন্ন কাজের পরিদর্শন করেন। 

এর আগে মন্ত্রী তাজুল ইসলাম রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের নিজ বিদ্যালয় ময়দানদিঘী বিএল উচ্চ বিদ্যালয়ে এক পথসভায় অংশ নেন।

আবু নাঈম/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়