Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৭ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৩ ১৪২৮ ||  ২০ রবিউস সানি ১৪৪৩

সিলেটে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কের’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ২২ অক্টোবর ২০২১  
সিলেটে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কের’ উদ্বোধন

সিলেট নগরীর সুরমার পাড়ে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কের’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

৩.৭৭ একর জমি অধিগ্রহণ করে ২৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান এমপি। 

প্রধানমন্ত্রীর নামে শিশু পার্কের নামকরণ করায় সিসিককে পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান এবং এটিকে সিলেটবাসির পক্ষ থেকে শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের উপহার বলে আখ্যায়িত করেন। পার্কে শিশুর বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে ৯টি অত্যাধুনিক রাইড। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিলেটের ও ঢাকার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
 

নূর/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়