ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিরামপুর সীমান্তে ৮টি সোনার বারসহ আটক ১

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ২২ অক্টোবর ২০২১  
বিরামপুর সীমান্তে ৮টি সোনার বারসহ আটক ১

ভারতে পাচারকালে দিনাজপুরের বিরামপুর সীমান্তে আটটি স্বর্ণের (৮০ ভরি) বারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছেন থানা পুলিশ।

আটককৃত স্বর্ণ চোরাকারবারি বিরামপুর কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে গোলজার রহমান (৫০)।

শুক্রবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বিরামপুর সীমান্তের কাটলা বাজারের একটি কাঠ সমিলের সামনে পাকা রাস্তার ওপর থেকে গোলজারকে আটক করে পুলিশ।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি রাইজিংবিডিকে বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৭টায় বিরামপুর সীমান্তের কাটলা বাজার দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাটলা বাজার সামনে থানার অফিসারসহ সঙ্গী ফোর্স নিয়ে অবস্থান করি। পরে সেখানে গোলজার রহমানকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখি। পরে গোলজার ওই মিলের কাঠেরগুঁড়ির নিচে স্বর্ণের বারগুলো রেখে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে হাতেনাতে আটক করি এবং স্বর্ণের বারগুলো উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘স্বর্ণের ৮টি বারের ওজন ৮০ ভরি যার মূল্য প্রায় ৫২ লক্ষ টাকা।’

মোসলেম উদ্দিন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়