Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ৩০ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৬ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের গণঅনশন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ২৩ অক্টোবর ২০২১   আপডেট: ০৯:৫৫, ২৩ অক্টোবর ২০২১
সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের গণঅনশন

সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে তাদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ অনশন করছে সংগঠনটি।

শনিবার (২৩ অক্টোবর) ভোর হতে সিলেটের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে শহীদ মিনারে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। দুপুর ১২টায় অনশন শেষে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করবেন। অনশন চলাকালে শহীদ মিনারের মঞ্চে চলছে কবিতা আবৃত্তি গান বক্তৃতাসহ নানা প্রতিবাদী পরিবেশনা।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গন অনশন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিলেট জেলা সভাপতি অ‌্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য মহানগর সভাপতি অ‌্যাডভোকেট  মৃত্যুঞ্জয় ধর ভোলা। অনশন কর্মসূচিতে ইসকন মহালয়া পরিষদসহ নানা সংগঠন অংশ নিচ্ছে।

নূর/সিলেট/বুলাকী 

সর্বশেষ

পাঠকপ্রিয়