ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৩ অক্টোবর ২০২১   আপডেট: ১২:৪৫, ২৩ অক্টোবর ২০২১
সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিক নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে সেপটিক ট্যাংক থেকে সাটারিংয়ের বাঁশ খুলতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেওজান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— দেলদুয়ার উপজেলার নরুনদা গ্রামের মো. আব্দুল্লাহের ছেলে মাসুদ হোসেন (৩০) ও সদর উপজেলার খারজানা গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মো. এলাহি (৩৬)।

বাহালুল খান বাহার জানান, দুই সপ্তাহ আগে ওই গ্রামের জাহানারা বেগমের বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ করেন শ্রমিকরা। শনিবার সকাল ৯টার পর দুই শ্রমিক সাটারিংয়ের বাঁশ খোলার জন্য সেপটিক ট্যাংকের নিচে নামেন। অনেকক্ষণ পার হলেও তারা উপরে না ওঠায় ও কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখেন দুজনই মারা গেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে দেলদুয়ার থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবার হাছে হস্তান্তর করা হবে।

কাওছার/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়