Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

‘সাম্প্রদায়িক হামলা, সইবে না বাংলা’ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২৩ অক্টোবর ২০২১  
‘সাম্প্রদায়িক হামলা, সইবে না বাংলা’ 

চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা শহরে বিক্ষোভ হয়। বিক্ষোভে সনাতন ধর্মাবলম্বীসহ বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ অংশ নেয়।

সাম্প্রদায়িক হামলা, সইবে না বাংলা— স্লোগান দিতে দিতে মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে পৌর পার্কে গণঅনশন ও গণঅবস্থান নেন তারা। সেখানে বক্তারা সারা দেশে সাম্প্রদায়িক কুচক্রী মহলের হত্যা, ধর্ষণ, প্রতিমা ও মন্দির ভাঙচুর, লুটপাটসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

এ সময়ে কুমিল্লার মন্দিরে পবিত্র কোরআন রাখার হোতা ইকবালের ফাঁসির দাবি করেন।

এতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ড. অজিত দাস, পুজা উদযাপন কমিটির গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডলার সাহা, রহনপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ঝংকার পাল, শিবগঞ্জ উপজেলার সভাপতি কুনাল মুখার্জী, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, নাচোল পৌর শাখার সভাপতি সুধেন বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।
 

শিয়াম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়