ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘রাজাকারের ছেলে’কে নৌকায় মনোনয়ন, মাগুরায় বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ২৩ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:২১, ২৩ অক্টোবর ২০২১
‘রাজাকারের ছেলে’কে নৌকায় মনোনয়ন, মাগুরায় বিক্ষোভ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে মাগুরায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিনোদপুর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্যরা।

বর্তমান চেয়ারম্যান শিকদার মিজানুর রহমানকে ‘রাজাকার পুত্র’ আখ্যায়িত করে তাকে পুনরায় নৌকার মনোনয়ন দেওয়ায় এ প্রতিবাদ কর্মসূচি করে সংগঠনটি।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে শহরের চৌরঙ্গী এলাকায় বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার দুই শতাধিক মানুষ এতে অংশ নেয়।

জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। এতে শিকদার মিজানুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন। তিনি গতবারও নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। সে সময়ও তার মনোনয়ন পাওয়া নিয়ে প্রতিবাদ জানায় সংগঠনটি। তবে বিষয়টি নিয়ে তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম, বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান বাকী বিল্লাহ প্রমুখ।

বাকী বিল্লাহ তার বক্তব্যে বলেন, ‘আমার বাবা ইসরাঈল মোল্লা একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দাবি জানাচ্ছি- বিনোদপুরের কুখ্যাত রাজাকার চাঁদ আলী শিকদারের ছেলে শিকদার মিজানুর রহমানকে চেয়ারম্যান পদে নৌকায় মনোনয়ন দেওয়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘রাজাকারের ছেলে কখনো আওয়ামী লীগের রাজনীতি করতে পারে না। তাই এই মানোনয়ন বাতিলের জন্য আমরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি।’

বাকী বিল্লাহ বলেন, ‘গত ইউপি নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সে সময় আমরা একইভাবে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছিলাম। তবো কোনো প্রতিকার পাইনি। এবারও তাকেই মনোনয়ন দেওয়া হলো- তাই আবারও একই বিষয়ে প্রতিবাদ করতে হলো।’
 
বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বারবার ঘোষণা দিয়েছে কোনো রাজাকার কিংবা রাজাকারের সন্তানকে মনোনয়ন দেওয়া হবে না। এমনকি দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বারবার হুঁশিয়ারি দিয়েছেন। তবুও মাগুরার মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নে কীভাবে রাজাকারের ছেলে মিজান শিকদার বারবার মনোনয়ন পাচ্ছে তা আমরা বুঝতে পারছি না। তার বাবা একজন তালিকাভুক্ত রাজাকার। যার ক্রমিক নম্বর ৯৩।’

আত্মপক্ষ সমর্থন করে মিজানুর রহমান শিকদার বলেন, ‘আমার বাবা চাঁদ আলী শিকদার আজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ’৬০ এর দশকে তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক। ’৮৪ সালের পর থেকে ’৯৭ সাল পর্যন্ত আমার বাবা জেলা কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিনোদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হিসেবে দুই বার নির্বাচিত হয়েছেন। পারিবারিক সূত্রেই আমি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘আমার বাবা রাজাকার ছিলেন এমন কোনো তথ্য-প্রমাণ পাইনি। বরং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বিএনপি ও এরশাদ সরকারের আমলে কারাবরণ করেছেন।’

এদিকে মিজানুর রহমান শিকদারের বাবা চাঁদ আলী শিকদার রাজাকার ছিলেন কিনা- এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আব্দুর রাজ্জাক মণ্ডলের সঙ্গে।

তিনি বলেন, ‘বিনোদপুরের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারের বাবা চাঁদ আলী শিকদার অত্র এলাকার কুখ্যাত রাজাকার ছিলেন। সকল মুক্তিযোদ্ধা সে বিষয়ে জানেন। ১৯৭১ সালে চাঁন আলী একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেসব ঘটনা সবাই জানেন। টাকার বিনিময়ে মিজানকে দুই বার মনোনয়ন দেওয়া হয়েছে।’

শাহীন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়