ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘মাদক ব্যবসায়ীরা কমিটিতে ঠাঁই পাবে না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২৩ অক্টোবর ২০২১  
‘মাদক ব্যবসায়ীরা কমিটিতে ঠাঁই পাবে না’

বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম বলেছেন, ‘অর্থের বিনিময়ে যুবলীগের কমিটি দেওয়া হবে না। কমিটিতে কোনো ব‌্যবসায়ী ঠাঁই পাবে না।’

শনিবার (২৩ অক্টোবর) বিকালে শিল্পকলা একাডেমির হল রুমে জেলা যুবলীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘কোথাও অর্থের বিনিময়ে কমিটি দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদের কমিটিতে ঠাঁই দেওয়া হবে না। আমরা নিজেদের মতো করে খোঁজ নিচ্ছি। যে ব্যক্তি দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছে তাকেই কমিটি গঠনে মূল্যায়ন করা এবং সেটির জন্য সবাইকে সাহায্য করতে হবে। নৈরাজ্যবাদী কেউই কমিটির অন্তর্ভুক্ত হবে না বলে আমি আশ্বাস দিলাম।’

জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আলামিনুল হক আল আলামিন, এইচএম আল-আমিন আহমেদ ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশিকুল ইসলাম, রাকিব উদ্দিন, শিরিন শিলা, আলী মিন্ট প্রমুখ।

মাইনুদ্দীন রুবেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়