Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

চাঁপাইনবাবগঞ্জের সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২৪ অক্টোবর ২০২১   আপডেট: ১২:০৮, ২৪ অক্টোবর ২০২১
চাঁপাইনবাবগঞ্জের সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সড়কে দুর্ঘটনায় মো. হৃদয় (২১) নামে একজন মোটরসাইকেল অরোহী প্রাণ হারিয়েছেন।  এ সময় মো. অনিক (১৯) নামে মোটরসাইকেলের অপর অরোহী গুরুতর আহত হন।

রোববার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে গোমস্তাপুর-রহনপুর সড়কে সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হৃদয় গোমস্তাপুরের কাশিপুর গ্ৰামের নাসিম রেজা ওরফে মোবেলের ছেলে। অনিক ফকিরপাড়া গ্ৰামের আজিজুর রহমানের ছেলে। অনিককে স্থানীয় মহানন্দা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।

নিহতের স্বজন বেলাল উদ্দিন জানান, মোটরসাইকেলে হৃদয় গোমস্তাপুর থেকে রহনপুরে যাওয়ার পথে নিমতলা কাঁঠাল নামক স্থানে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়েছে। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার উপপরিদর্শক মো. জালাল উদ্দিন জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর সিএনজি অটোরিকশাটিকে থানায় আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। 

আব্দুল বাশির/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়