ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পোকায় খাচ্ছে কৃষকের স্বপ্ন 

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২৪ অক্টোবর ২০২১  
পোকায় খাচ্ছে কৃষকের স্বপ্ন 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বেশকিছু এলাকায় ফসলের মাঠে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও পোকাড় আক্রমন থেকে ফসল রক্ষা করতে পারছেনা কৃষক। 

এমন দুর্দিনেও মাঠ পর্যায়ে থাকা দায়িত্বরত কৃষি উপ-সহকারীর দেখা মিলছেনা বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। 

আশানুরুপ ফলন না হওয়ার দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পরেছেন এলাকার কৃষকরা। যদিও কৃষি বিভাগের দাবি, কৃষকের সব রকমের পরামর্শ প্রদান ও সার্বিক সহযোগিতায় কাজ করছেন উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের কৃষক জহুরুল ইসলাম। তিনি বলেন, কারেন্ট পোকার আক্রমনে তার মতো অন্য কৃষকের আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার দরপাল গ্রামের কৃষক বিনয় চন্দ্র বলেন, ‘আমরা কৃষকরা সারাদিন মাঠে ফসলের পরিচর্যা করি। ফসলে পোকার আক্রমন বা রোগ বালাই দমনে কোন ওষুধ প্রয়োগ করতে হবে এসব পরার্মশ দেওয়ার জন্য কৃষি অফিসের কাউকে মাঠে ঠিকমত পাইনা।’

 আগাইর গ্রামের কৃষক লিটন আরমান বলেন, ‘এ বছর ৪ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। ফলন ভাল হওয়ায় বিঘা প্রতি ২০ মণ ধান পাওয়ার আশা থাকলেও কারেন্ট পোকাড় আক্রমনে অর্ধেক ধানও ঘরে তুলতে পারব না বলে মনে হচ্ছে। তারও অভিযোগ পরার্মশর জন্য কৃষি অফিসের কাউকে না পেয়ে নিজেই কীটনাশক ব্যবহার করি।’

এ বিষয়ে আয়মারসুলপুর ইউনিয়নে দ্বায়িত্বরত কৃষি উপ-সহকারী ফজলে রাব্বী বলেন, ‘এতবড় ইউনিয়নে আমি একা দ্বায়িত্ব পালন করছি। যে কৃষক তার ফসলের সমস্যার কথা জানায় সঙ্গে সঙ্গে সরেজমিনে গিয়ে পরার্মশ দেই।’ 

পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

শামীম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়