Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ৩০ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৬ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

বশেমুরবিপ্রবিতে জাতিসংঘ দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২৪ অক্টোবর ২০২১  
বশেমুরবিপ্রবিতে জাতিসংঘ দিবস পালিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নানা আয়োজনে জাতিসংঘ দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে। 

রোববার (২৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কবুতর ও বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. মো: রাজিউর রহমান, বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো: বদরুল ইসলাম, সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, মাহবুবা উদ্দিন, জান্নাতুল ফেরদৌসসহ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাদল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়