ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাগুরায় শতবর্ষী কাত্যায়নী পূজা করার সিদ্ধান্ত

মাগুরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২৪ অক্টোবর ২০২১  
মাগুরায় শতবর্ষী কাত্যায়নী পূজা করার সিদ্ধান্ত

বন্ধ রাখার ঘোষণার পাঁচদিন পর মাগুরায় শতবর্ষী কাত্যায়নী পূজা করার সিদ্ধান্ত নিয়েছেন জেলা পূজা উদযাপন কমিটির নেতারা। ১৯ অক্টোবর বৈঠকে এবার উদ্ভূত পরিস্থিতির কারণে প্রতিমা-মণ্ডপ ছাড়া শুধু ঘটপূজা করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। 

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার কারণে মাগুরায় এবার কাত্যায়নী পূজা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন উদযাপন কমিটির নেতারা। তবে জেলার ঐতিহ্য বিবেচনা করে পূজা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের জামরুলতলায় জেলা শহরের পূজামণ্ডপগুলোর নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হলেও আজ রোববার (২৪ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিক জানানো হয়।

শহরের জামরুলতলা কাত্যায়নী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডুর সভাপতিত্বে ওই সভা হয়। জেলা সদরের প্রায় সব পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার নেতারা সভায় উপস্থিত ছিলেন। 

মাগুরা শহরের নতুন বাজার স্মৃতি সংঘ পূজামণ্ডপের সাধারণ সম্পাদক প্রণয় কুমার ঘোষ জানান, কাত্যায়নী পূজা মাগুরার শত বছরের ঐতিহ্য। হিন্দুধর্মাবলম্বীদের এই উৎসব ঘিরে প্রতিবছর জেলায় লাখো মানুষের ঢল নামে। এবার ১০ নভেম্বর পূজা শুরু হবে। মণ্ডপে মণ্ডপে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। জেলার শতাধিক মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব কণ্ডু বলেন, ‘দুর্গাপূজা ঘিরে মাগুরায় কোনো সহিংস ঘটনা ঘটেনি। আর কাত্যায়নী পূজা মাগুরা জেলার ঐতিহ্য। এ কারণে বৈঠকে আমরা সর্বসম্মতিক্রমে পূজা করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এবারের পূজা অন্যবারের মতো জাঁকজমকপূর্ণ হবে না।’ 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়