ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সরকারি জমি দখল করে ২ শতাধিক অবৈধ স্থাপনা

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ০৮:৪৩, ২৫ অক্টোবর ২০২১
সরকারি জমি দখল করে ২ শতাধিক অবৈধ স্থাপনা

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে দুই শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব স্থাপনা গড়ে উঠায় মহাসড়কে যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে ওলিপুরে ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের’ গেইটের কাছ থেকে শুরু করে মহাসড়কের পাশে থাকা সওজের সরকারি জমি দখল করে দুই শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তুলেছে একশ্রেণির লোকেরা। এসব স্থাপনায় দিবারাত্রী ব্যবসা পরিচালিত হচ্ছে। মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠায় মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোর ঝুঁকিতে রয়েছে। এখানে লোকজনের ভিড় লেগেই থাকে। অনেক সময় দুর্ঘটনা ঘটছে। একইভাবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা

সওজ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। অচিরেই অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, মহাসড়কের নিরাপত্তার স্বার্থে কিছু পূর্বে মাধবপুরে মহাসড়কের পাশে অভিযান চালিয়ে বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একইভাবে ওলিপুরেও অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মামুন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়