ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টেকনাফে চাকমা পল্লীতে হামলার ঘটনায় মামলা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৩:৫৩, ২৫ অক্টোবর ২০২১
টেকনাফে চাকমা পল্লীতে হামলার ঘটনায় মামলা

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নে একটি বৌদ্ধ বিহারের পাশের চাকমা পল্লীতে হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন যতিন চাকমা নামের আহত এক ব্যক্তি।

ওই ব্যক্তি রোববার (২৪ অক্টোবর) রাতে টেকনাফ থানায় এই মামলা দায়ের করেছেন।

সোমবার (২৫ অক্টোবর)  সকালে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ওসি জানান, তোফায়েল সম্রাট নামের এক যুবককে ওই মামলায় আসামি করা হয়েছে যিনি স্থানীয় ছাত্রলীগ নেতা বলে জানা গেছে। যদিও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, এই নামে কেউ কমিটিতে নেই। হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পারভেজ জানান, এক চাকমা তরুণীকে উত্যক্তের ঘটনার জেরে মূলত এই হামলা বলে আমরা জানতে পেরেছি। হামলার ঘটনায় ১২/১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ‌্য, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী ১ নম্বর ওয়ার্ডের অরণ্য বৌদ্ধবিহারের পাশের ওই পল্লীতে হামলা হয়েছে রোববার সন্ধ্যায়। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও পারভেজ চৌধুরী ও উখিয়া-টেকনাফ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাকিল আহমদ।

তারেকুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়