ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ২৫ অক্টোবর ২০২১  
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

শারদীয় দুর্গা পূজায় বিভিন্ন মন্ডপ ও সনাতন ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট আদালত চত্বরে আইনজীবী সমিতির নেতারা এই মানববন্ধন করে। 

প্রতিবাদ সমাবেশে শেষে বক্তব্য দেন বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, আইনজীবী সমিতির সদস্য সৈয়দ জাহিদ হোসেন, মিলন কুমার ব্যানার্জী, সেলিম আজাদ, অজিয়ার রহমান পিকলু, সমর দত্ত, মোসলেম উদ্দীন, ফকির নওরেশুজ্জামান লালন, সুমন সিংহ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছে। ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে। এসব আইনের সঠিক প্রয়োগ করলে এ ধরনের অপরাধ এড়ানো সম্ভব। প্রয়োজনে সংখ্যালঘু নির্যাতনের বিচার করার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। 

পাশাপাশি যারা বিভিন্ন মন্ডপে এবং সনাতন ধর্ম্বালম্বীদের বাড়ি-ঘরে হামলা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

টুটুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়