ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইলিশে ভরপুর বরিশালের মোকাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২৬ অক্টোবর ২০২১  
ইলিশে ভরপুর বরিশালের মোকাম

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ফের সরগরম হয়ে উঠেছে বরিশালের পাইকারী ইলিশ মোকাম পোর্ট বাজার।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত এই মোকামে প্রায় ২ হাজার মন ইলিশ এসেছে। সকাল থেকেই ইলিশ মোকামে ভিড়তে শুরু করেছে ইলিশের ট্রলার। বড় সাইজের ইলিশের সাথে ছোট সাইজের প্রচুর ইলিশ এসেছে। 

ক্রেতাদের অভিযোগ, ২২ দিন নিষেধাজ্ঞার পরও ইলিশের দাম বেশি। মাছে ডিম থাকায় নিষেধাজ্ঞার সময়টা আরও বাড়ালে এই ডিমওয়ালা মাছগুলো ধরা পড়তো না।

ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার পর প্রচুর ইলিশ বাজারে আসছে কিন্তু ইলিশের পেটে ডিম থাকার কারণে মাছের দাম অনেক কম।  

মৎস্য অধিদপ্তর বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে। মাছের সাইজ এবং যে মাছ আমরা পাচ্ছি তা দেখে মনে হচ্ছে আমরা সফল।  

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ বছর ৪ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের টার্গেট রয়েছে। 
 

স্বপন/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়