ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেগমগঞ্জে সহিংসতা: স্বেচ্ছাসেবক দলের নেতার স্বীকারোক্তি

নোয়াখালী  প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ২৬ অক্টোবর ২০২১  
বেগমগঞ্জে সহিংসতা: স্বেচ্ছাসেবক দলের নেতার স্বীকারোক্তি

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সহিংসতার ঘটনার অন্যতম উস্কানি দাতা হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল (৩৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাঈদীন নাহীর আদালতে জবানবন্দি দেন তিনি।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাহীর আদালতে হাজির করা হয়। এসময় বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন।

তিনি আরও বলেন, জবানবন্দিতে ফয়সাল ইনাম কমল বেগমগঞ্জের চৌমুহনীতে সহিংসতার ঘটনার উস্কানি দাতা হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন।

এর আগে গত ১৫ অক্টোবর সংগঠিত চৌমুহনীতে সহিংসতার ঘটনায় ফয়সাল ইনাম কমলসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সুজন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়