ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাগুরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ৩ চেয়ারম্যান প্রার্থী

মাগুরা  প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২৬ অক্টোবর ২০২১   আপডেট: ২২:৫১, ২৬ অক্টোবর ২০২১
মাগুরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ৩ চেয়ারম্যান প্রার্থী

মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

তারা হলেন- হাজরাপুর ইউনিয়নের কবির হোসেন, বগিয়া ইউনিয়নে মীর রওনক হোসেন ও হাজীপুর ইউনিয়নের মাঝহারুল ইসলাম আখরোট।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সোমবার (২৫ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। এ সময়ের মধ্যে সদরের ১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১২ জন, সংরক্ষিত নারী সদস্য ২ জন ও সাধারণ সদস্য ৩৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। তবে হাজরাপুর, হাজীপুর ও বগিয়া ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) জেলা নির্বাচন অফিসে প্রকাশিত তালিকায় ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৭ জন ও সাধারণ সদস্য পদে ৪১৭ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়। বুধবার এসব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২ লাখ ২০ হাজার ৬১৩ জন ভোটার ১৪১টি কেন্দ্রে ভোট দেবেন।

শাহীন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়