ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউপি নির্বাচন: চকরিয়া-পেকুয়ায় নৌকার মনোনয়ন পেলেন যারা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৮, ২৬ অক্টোবর ২০২১  
ইউপি নির্বাচন: চকরিয়া-পেকুয়ায় নৌকার মনোনয়ন পেলেন যারা

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার ১৬ ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

তৃতীয় দফার ইউপি নির্বাচন উপলক্ষে গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় প্রার্থীতা চূড়ান্ত করা হয়।

এতে চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন ও পেকুয়া উপজেলার ৬টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

চকরিয়া পেকুয়ায় নৌকা প্রতীক পেয়েছেন - চকরিয়া উপজেলার বদরখালীতে নুরে হোছাইন আরিফ, ভেওলা-মানিকচরে মো. শহিদুল ইসলাম, পূর্ব বড় ভেওলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা সন্ত্রাসীর গুলিতে নিহত নাছির উদ্দিন নোবেলের স্ত্রী ফারহানা আফরিন মুন্না, কৈয়ারবিলে জান্নাতুল বকেয়া, সাহারবিলে মহসিন বাবুল, পশ্চিম বড় ভেওলায় সিরাজুল ইসলাম চৌধুরী, ঢেমুশিয়ায় এসএম মঈন উদ্দিন আহমেদ চৌধুরী, কোনাখালীতে জাফর আলম সিদ্দিকী, লক্ষ্যাচরে মহিউদ্দিন মো. আওরঙ্গজেব এবং কাঁকারায় শওকত ওসমান।

পেকুয়ার ৬ ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন- পেকুয়া সদরে সাংবাদিক জহিরুল ইসলাম, বারবাকিয়ায় আবুল কাশেম, উজানটিয়ায় এম শহীদুল ইসলাম চৌধুরী, মগনামায় নেজাম উদ্দিন, রাজাখালিতে মো. নজরুল ইসলাম ও শীলখালিতে  মো. কাজিউল ইনসান।

সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

তারেকুর রহমান/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়