ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কাপ্তাইয়ে নির্বাচনি সহিংসতায় ইউপি সদস্য নিহত

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ২৭ অক্টোবর ২০২১   আপডেট: ১০:৪১, ২৭ অক্টোবর ২০২১
কাপ্তাইয়ে নির্বাচনি সহিংসতায় ইউপি সদস্য নিহত

রাঙামাটির কাপ্তাইয়ে নির্বাচনি সহিংসতায় দুই গ্রুপের সংঘর্ষে কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সজিবুর রহমান (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। এর মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টায় নতুন বাজারে এ ঘটনা ঘটে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে দু’গ্রুপের সংঘর্ষে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

সজিবুর রহমান কাপ্তাই ইউনিয়নের ইউপি সদস্য। টানা দুইবার তিনি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন।

এ ঘটনায় আহতরা হলেন— মো. আলাউদ্দিন (৪৫), মো. সালাউদ্দিন (৫৫) ও আব্দুল জলিল। তারা সকলেই ওই এলাকার বাসিন্দা।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, মোশাররফের মালিকানাধীন মা বেকারিতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন পাটোয়ারী বাদলের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয় সজিবুর রহমানের। এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনিসহ আরও চার জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার (এমআরও) ডা. ওমর ফারুক রনি জানান, আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিজয়/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়