ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কালিয়াকৈরে কয়েকটি স্কুলের মালামাল চুরি 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২৭ অক্টোবর ২০২১  
কালিয়াকৈরে কয়েকটি স্কুলের মালামাল চুরি 

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় গত কয়েকদিনে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় চুরির ঘটনা ঘটেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে আতংক বিরাজ করছে। এর আগেও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে চুরির অভিযোগ পাওয়া গেছে।  

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত ১০ টি সরকারি প্রথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। চোররা বিদ্যালয়ের আলমারীর তালা ভেঙে ল্যাপটপ, সাউন্ডসিষ্টেমসহ বিভিন্ন মূল্যবান মালামাল এবং কাগজপত্র নিয়ে গেছে। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

এলাকাবাসী, পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই উপজেলায় ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৫টি বিদ্যালয় নাইটগার্ড রয়েছে। বাকী ৬৭ টি বিদ্যালয়ে তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। বরং এসব বিদ্যালয়ের অধিকাংশে নেই কোনো সীমানা প্রাচীর। 

সর্বশেষ গত ২৫ আক্টোবর রাতে উপজেলার তালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায় চোররা। 

এর আগে গত ২০ অক্টোবর রাতে উপজেলার সিনাবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। চোররা প্রথমে ওই বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভাঙ্গে। পরে অফিস কক্ষের ভেতরে ঢুকে আলমারী থেকে বিভিন্ন মূল্যবান মালামাল ও নথিপত্র নিয়ে যায়।  একই রাতে উপজেলার ঢালসমুদ্র প্রাথমিক বিদ্যালয়, বাশঁতলী প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে।

সিনাবহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার বলেন, ‘আমাদের বিদ্যালয়ে গত ২০ তারিখ রাতে চুরি হয়েছে। চোরেরা অফিস কক্ষর তালা ভেঙ্গে ভেতরে থাকা ল্যাপটপসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। নাইটগার্ড এবং সীমানা প্রাচীর না থাকায় চোরেরা সহজেই চুরি করার সুযোগ পেয়েছে।

বাশঁতলী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসাইন বলেন, আমাদের প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এরা একটি সিন্ডিকেট চোরদল। 

কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।  অভিযোগ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে চুরি হওয়া মাল ও বিদ্যালয়ের নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান , শিক্ষা প্রতিষ্ঠানে  চুরির ঘটনা অত্যান্ত দুঃখজনক। এরকম ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়