ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গোপালগঞ্জে আর্সেনিক স্ক্রিনিং কর্মসূচী বিষয়ক সভা 

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২৭ অক্টোবর ২০২১  
গোপালগঞ্জে আর্সেনিক স্ক্রিনিং কর্মসূচী বিষয়ক সভা 

গোপালগঞ্জে আর্সেনিক স্ক্রিনিং কর্মসূচী বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গোপালগঞ্জের বাস্তবায়নে ও হাই লাইট ফাউন্ডেশন ভাঙ্গা ফরিদপুরের সহযোগীতায় এ আবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. ইকবাল হোসেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম নজরুল ইসলাম, বাদল সাহাসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায়, জেলায় বিভিন্ন গ্রামের নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষা করে তা চিহ্নিতকরণসহ নিরাপদ খাবার পানি সরবরাহের বিষয়ে আলোচনা হয়।
 

বাদল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ