ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্ত্রীর করা মামলায় ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২৭ অক্টোবর ২০২১  
স্ত্রীর করা মামলায় ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি

চট্টগ্রাম আদালতে স্ত্রীর দায়ের করা মামলায় ট্রাফিক সার্জেন্ট ইকবাল সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেছেন আদালত। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাফিক সার্জেন্ট ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম এতথ্য নিশ্চিত করেন। 

গত ২৫ জুলাই যৌতুকের জন্য মিরসরাইয়ের জোরারগঞ্জের বাসায় ইকবাল সোহেল তার চিকিৎসক স্ত্রী সোনিয়াকে মারধর করেন। এ সময় সোনিয়া নিজেকে বাঁচাতে ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ সোনিয়াকে উদ্ধার করে। 

পরে সোনিয়া বাদি হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। আদালতের নির্দেশে সমাজসেবা কর্মকর্তা ঘটনাটি তদন্ত করেন। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন ওই কর্মকর্তা। প্রতিবেদন পেয়ে আদালত সার্জেন্ট ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সার্জেন্ট ইকবাল বর্তমানে খুলনায় কর্মরত আছেন।

রেজাউল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়