Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ৩০ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৬ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

ময়মনসিংহে করোনাবিহীন একদিন

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৭ অক্টোবর ২০২১  
ময়মনসিংহে করোনাবিহীন একদিন

করোনার দ্বিতীয় ঢেউ আসার পর এই প্রথমবার সংক্রমণ ও মৃত্যুহীন একটি দিন পার করেছেন ময়মনসিংহবাসী। প্রায় ৬ মাস পর গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। সেই সঙ্গে জেলায় নতুন করে মহামারিতে কেউ আক্রান্ত হওয়ারও খবর পাওয়া যায়নি। 

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এতথ্য নিশ্চিত করেন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, দীর্ঘদিন পর বুধবার মমেক হাসপাতালে করোনা ইউনিট মৃত্যুহীন একদিন পার করেছে। বর্তমানে হসপাতালের আইসিইউতে ৪ জনসহ করোনা ইউনিটের মোট ৬৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। 

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় কারো শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়নি। 

মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়