ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাতক্ষীরায় ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ১২

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২৭ অক্টোবর ২০২১  
সাতক্ষীরায় ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ১২

সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন আহত হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘোনার কোয়ারপাড়ায় সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. ইয়ছিন আলম চৌধুরী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। 

এলাকাবাসী জানায়, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু মো. মোস্তফা কামাল বিকেল ৪টার দিকে প্রতীক পাওয়ার পর সাতক্ষীরা থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে যাওয়ার সময় নৌকার প্রার্থী আসাদুজ্জামান অসলের বড় ছেলে মো. ইনজামুল হক ইমজা কর্মীদের নিয়ে বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়। এ সময় টহলরত সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দল ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় আহতরা হলেন— মোটরসাইকেল প্রতীকের কর্মী মো. আইব আলী (ভুট্টো) (৪০), মো. আনিসুর আলী (৩২), মুনছুর আলী, শিমুল হোসেন, ছবুর আলী, রাশেদুজ্জামান, শাহীন, নৌকার প্রার্থীর ছেলে এনজামুল হক ও কর্মী হৃদয় হোসেন। 

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবু মো. মোস্তফা কামাল অভিযোগ করেন, ‘আমি কর্মীদের নিয়ে এলাকায় যাওয়ার জন্য মোটরসাইকেলে যাচ্ছিলাম। এ সময় নৌকার প্রার্থীর ছেলে সস্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে। এতে আমার সাতজন কর্মী আহত হয়। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।’ 
 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়