ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ২ ব্যবসায়ীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ২৮ অক্টোবর ২০২১  
নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ২ ব্যবসায়ীর কারাদণ্ড

নকল শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদনের অভিযোগে বুধবার বিকেলে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের ৩ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত দুজন হলেন—সদর উপজেলার আতাইকুলা থানার শাকদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মামুনুর রশীদ (৩৪) ও আটঘরিয়া উপজেলার পাড়া শিদাইল গ্রামের মজিবর রহমানের ছেলে আলমাস আলী (৩০)।

ওসি আব্দুল হান্নান জানান, পাবনা পৌর নদরের রাধানগর নুরপুর এলাকার একটি বাড়িতে নকল শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন হয়—এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় সেখান থেকে জব্দ করা হয় বেশকিছু অবৈধ নকল খাদ্যপণ্য। পরে কারখানা সিলগালা করে জড়িত দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) কাওসার হাবিব স্বাক্ষ্য প্রমাণ শেষে দুজনকে তিন মাসের কারাদণ্ড দেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়