ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলেটের এমপি হাবিবের মোবাইল ক্লোন

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ০৯:৪০, ২৮ অক্টোবর ২০২১
সিলেটের এমপি হাবিবের মোবাইল ক্লোন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব

নিজের দুটি মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে বলে দাবি করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বুধবার (২৭ অক্টোবর) তিনি নিজেই তার ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দেন।

তিনি উল্লেখ করেন, ‘আমার ব্যক্তিগত দুইটি মোবাইল নম্বর ‘ক্লোন’ করা হয়েছে। যদি আমার মোবাইল নম্বর থেকে আপনাদের কাছে কোনো সন্দেহজনক ম্যাসেজ বা কল যায় তবে আপনারা নিশ্চিত হওয়ার জন্য আমাকে কল দিবেন।’

এব্যপারে হাবিবুর রহমান হাবিব এমপি বলেন, ‘গত কয়দিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে তার মোবাইল থেকে ফোন দিয়ে এমপি পরিচয় দিয়ে চাকরির সুপারিশ করছে একটি চক্র। প্রকৃতপক্ষে এর কিছুই জানেন না তিনি।  নজরে আসার পর এমপি হাবিব বিষয়টি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছেন বলে জানান। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহবান জানান হাবিব।

উল্লেখ্য, গত ৪  সেপ্টেম্বর উপ নির্বাচনে এমপি নির্বাচিত হন হাবিবুর রহমান হাবিব। ওই আসনের এমপি মাহমুদ উস সামাদ কয়েস করোনায় মারা গেলে আসনটি শূন্য হয়।

নূর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়