ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পদ্মায় ডুবে যাওয়া আরো একটি ট্রাক উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৮ অক্টোবর ২০২১  
পদ্মায় ডুবে যাওয়া আরো একটি ট্রাক উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের রো রো ফেরি উল্টে যাওয়ার ঘটনায় ডুবে যাওয়া  আরো একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত পদ্মার তলদেশ থেকে ৬টি ট্রাক উদ্ধার করা হল। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মো. জিল্লুর রহমান জানান, বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা দুপুরে ডুবে যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে। এর আগে সকালের দিকে আরো একটি ট্রাক উদ্ধার করা হয়। এছাড়া ৪ টি ট্রাক নদীর তীর ঘেষে ভেসে থাকতে দেখা গেছে। সেসব ট্রাক পাড়ে নিয়ে আসার চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও কোস্ট কার্ড।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়। এ ঘটনায় বেশ কিছু গাড়ি পদ্মা নদীতে ডুবে গেছে। এখন পর্যন্ত ডুবে যাওয়া ১১টি গাড়ি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উল্টে যাওয়া ফেরি ও ডুবে যাওয়া গাড়িগুলো উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সুকান্ত/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়